
উপ মহাদেশের প্রখ্যাত বংশীবাদক প্রয়াত বারী সিদ্দিকীর ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ করেছে ভক্তরা। মঙ্গলবার সকাল ১১টায় হিমু পাঠক আড্ডার উদ্যোগে বারী সিদ্দিকীর নিজ হাতে গড়া বাউল বাড়িতে গিয়ে তারা শ্রদ্ধা নিবেদন করে।
নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের কার্লি গ্রামে শায়িত প্রিয় শিল্পীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর দোয়া পাঠ করা হয়। এর আগে হিমু পাঠক আড্ডা শোক র্যালি করে নেত্রকোনা থেকে কার্লি গ্রামে পৌঁছে। সেখানে শ্রদ্ধা জানাতে এক মিনিট নিরবতাও পালন করেন তারা।
করোনাকালে সীমিত পরিসরে প্রয়াতের মৃত্যু বার্ষিকীর ছোট আয়োজনে হিমু পাঠক আড্ডার সদস্যরা সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় বারী সিদ্দিকীর সহধর্মিণী ফরিদা ইয়াসমিন সাথে ছিলেন।
উল্লেখ্য, প্রয়াত বারী সিদ্দিকী ১৯৫৪ সালের ১৫ নভেম্বর নেত্রকোনার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। ২০১৭ সালের ২৪ নভেম্বর তার প্রয়াণ ঘটে।