fbpx
দেশবাংলা

মেহেরপুরে পানের বরজে গাঁজা চাষ

নির্জন স্থানে পানের বরজে গাঁজা চাষ করেছেন মেহেরপুরের গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের শরিফুল ইসলাম। সেই বরজে ছিল না প্রতিবেশী কারো প্রবেশাধিকার। বরজের সব কাজ নিজ হাতেই করতেন শরিফুল। সেই বরজ থেকে দুটি গাঁজার গাছসহ শরিফুল ইসলামকে আটক করেছে গাংনী পুলিশ।

স্থানীয়রা জানান, আটক শরিফুল চায়ের দোকানি। দিনে চায়ের ব্যবসার পাশাপাশি পানের বরজের মধ্যে গাঁজা চাষ করে আসছেন। তার বরজে অন্য কাউকে প্রবেশ করতে দেয় না। দোকানে তিনি গাঁজা বিক্রিও করতেন। আবার গ্রামের অনেক তরুণকে সেবন করাও শিখিয়েছেন শরিফুল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান বলেন, ‘বালিয়াঘাট গ্রামের একটি পানের বরজে গাঁজা চাষ করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুটি গাঁজার গাছসহ শরিফুল ইসলামকে আটক করা হয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্ররণ করা হয়েছে।

আকতারুজ্জামান, মেহেরপুর প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button