বিশ্ববাংলা
দেশে পৌঁছেছে পোশাক শ্রমিক রিপা আক্তারের মরদেহ

জর্ডান বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে, দেশে পৌঁছেছে পোশাক শ্রমিক রিপা আক্তারের মরদেহ।
জানা যায়, গত নয় বছর যাবত জর্ডানের আল হাসান ইন্ডাস্ট্রি এরিয়ার ক্লাসিক ফ্যাশন এপারেলস গার্মেন্টসে কর্মরত ছিলেন, রিপা আক্তার। সেখানকার কয়েকজন সহকর্মীসহ, কোভিড ১৯ পজিটিভ আসে তার।
তবে, অন্যান্যরা সুস্থ হয়ে উঠলেও মারা যান রিপা। বিভিন্ন এয়ারলাইন্সে করোনা রোগীর মরদেহ বহনে নিষেধাজ্ঞা থাকলেও, বাংলাদেশ দূতাবাসের সহায়তায় এবং কোম্পানির খরচে, গত ২৭ নভেম্বর বাংলাদেশে পৌঁছায় রিপা আক্তারের মরদেহ।
দূতাবাস এবং ক্লাসিক কোম্পানিকে ধন্যবাদ জানান, রিপা আক্তারের ছোট বোন। রিপার বাড়ি বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার মাধবপুর গ্রামে। তার বাবার নাম মকবুল হুসেন ও মায়ের নাম জুলেখা বেগম।