দেশবাংলা
নিশাদ দস্তগীরের মায়ের দাফন সম্পন্ন

বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সৈয়দ নিশাদ দস্তগীর এর মাতা, সৈয়দা নিলুফার ইয়াজদানীর দাফন সম্পন্ন হয়েছে। রাজধানীর উত্তরার আজমপুর জামে মসজিদে বাদ জোহর জানাজা শেষে, ৪ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি ৫ পূত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।
ময়মনসিংহের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেন ইয়াজদানী। মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামে অবস্থানকালে, আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি। মহিয়সী এই নারীর মৃত্যুতে তথ্য মন্ত্রী ডক্টর হাছান মাহমুদসহ, শোক জানিয়েছে বাংলাটিভি পরিবার।