
তৃতীয় বিয়ে ভাঙার খবরে বেশ আলোচিত টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জী। যদিও বিচ্ছেদের খবর নিয়ে এখনও কিছুই বলেননি শ্রাবন্তী ও তার স্বামী রোশান সিং। অবশেষে রোশনের সঙ্গে সর্ম্পক নিয়ে ভারতীয় গণমাধ্যম জি নিউজের ক্যামেরার মুখোমুখি হয়েছেন শ্রাবন্তী।
বিচ্ছেদ বিষয়ে জানতে চাইলে শ্রাবন্তী বলেন, ‘আমি এই বিষয় নিয়ে কোনও কথা বলতে চাই না। আমি বলব না, আমি যাচ্ছি।’ এরপর ক্যামেরার সামনে থেকে চলে যান এই টলিউড অভিনেত্রী।
মাত্র ১৬ বছর বয়সে ২০০৩ সালে বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। ঝিনুক নামে এক পুত্রসন্তানও রয়েছে তাদের। কিন্তু সর্ম্পকের অবনতি ঘটায় ২০১৬ সালে বিচ্ছেদ হয় এ দম্পতির। পরে একই বছর এ অভিনেত্রী বিয়ে করেন কৃষাণ বিরাজ নামে এক মডেলকে। টেকেনি সে সংসারও। এক বছর পর হাঁটেন বিচ্ছেদের পথে।
পরে ২০১৯ সালের ১৯ এপ্রিল বিয়ে করেন পাঞ্জাবের রোশান সিংকে। লুকিয়ে তৃতীয় বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এবার সে সংসারেও শুরু হয়েছে টানাপোড়েন।