
আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে তানভীর মোকাম্মেল পরিচালিত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’। রাজধানীর বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার ও শাহবাগের পাবলিক লাইব্রেরি মিলনায়তনে একযোগে চলচ্চিত্রটি দেখানো হবে।
‘রূপসা নদীর বাঁকে’র কাহিনী একজন ত্যাগী বামপন্থী নেতাকে নিয়ে যাকে ১৯৭১ সালে রাজাকাররা হত্যা করেছিল। ২ ঘন্টা ১৭ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটির কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন তানভীর মোকাম্মেল।
‘রূপসা নদীর বাঁকে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, নাজিবা বাশার, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরী, উত্তম গুহসহ অনেকে।
১১ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ৩টা, বিকেল সাড়ে ৫টা ও রাত ৮টায় পাবলিক লাইব্রেরিতে প্রদর্শিত হবে ছবিটি। এছাড়া ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে বেলা ১১টায় একটি বাড়তি প্রদর্শনী হবে।