
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা শিহাব শাহিন। তিনি নিজেও করোনার উপসর্গ নিয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন।
শিহাব শাহিন জানান, প্রথমে তার এবং ফারিয়ার করোনা উপসর্গ দেখা দিলে শুটিং বন্ধ করে দেওয়া হয়। পরে ফারিয়ার করোনা টেস্ট করালে তার রিপোর্ট পজিটিভ আসে।
তবে শিহাব শাহিন নিজে টেস্ট না করালেও তিনি পজিটিভ বলে আশংকা করছেন এবং বাসায় নিজেকে আইসোলেশনে রেখেছেন।