fbpx
অন্যান্যবাংলাদেশ

সারাদেশে বাড়ছে শীতের দাপট

সারাদেশে বাড়ছে শীতের দাপট। এরমধ্যে উত্তর জনপদে জেঁকে বসেছে ঠান্ডা আবহাওয়া। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে, ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রামে কুয়াশার মাঝেই দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে তাপমাত্রা একেবারেই কমে যাচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। এদিকে গত কয়েকদিনের তুলনায় কুয়াশা কিছুটা কমলেও, খুব একটা বেশি সময় সূর্যের দেখা মিলছে না।

সড়কে দিনের বেলাও যানবাহন চলছে হেডলাইট জালিয়ে। ব্যাহত হচ্ছে দৈনন্দিন জনজীবন। দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষের। শীতের কারণে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এছাড়া কুয়াশার কারণে বিভিন্ন ঘাটে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button