
কোভিডের নতুন সংক্রমণের কারণে, বিভিন্ন দেশ আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করছে। বাংলাদেশের বিমানবন্দরে সতর্কতামূলক ব্যবস্থা জোরদর করছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ।
তবে, আপাতত বাংলাদেশের পক্ষ থেকে কোন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের কথা ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান। দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আকাশপথে যোগাযোগ বন্ধ না করে সংক্রমণ ঝুঁকি প্রশমনের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
মফিদুর রহমান আরো বলেন, যেসব দেশে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বন্ধ করেছে, তারা নিজেদের সার্বিক অবস্থা বিবেচনায় সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, সকালে সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক জানান, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশ। তিনি জানান, পর্যবেক্ষণ শেষে ফ্লাইটের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে।