রাজনীতিআওয়ামী লীগ
বিএনপি মৌলবাদী অপশক্তিকে ব্যবহার করে: তথ্যমন্ত্রী

বিএনপি বাংলাদেশের মৌলবাদী অপশক্তিকে সবসময় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে বলে অভিযোগ করেছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিজয় দিবসের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
এ সময় সাপ নিয়ে খেললে সাপ এক সময় তাদের ছোবল দিতে পারে বলেও মন্তব্য করে, দলটিকে সাপের খেলা বন্ধেরও আহ্বান জানান তথ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ধর্মের মিথ্যা ব্যাখা দিয়ে একে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী, পাকিস্তানের উত্তরসুরীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে বলেও, অভিযোগ করেন মন্ত্রী।