সেনাবাহিনীকে দেশের মর্যাদা রক্ষায় কাজ করার আহবান

জনগণের যেকোনো দুর্যোগে সেনাবাহিনী কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত মিলিটারি একাডেমির (বিএমএ) রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান।
সদ্য কমিশন পাওয়া সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানান তিনি।
নবীন সেনা সদস্যদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে হবে। সেনাবাহিনীকে সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।
দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে সরকার কাজ করছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন,সেখানে নবীন প্রজন্মই হবে মূল শক্তি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সেনাবাহিনীতে নারী অফিসার অন্তর্ভুক্ত করে বর্তমান সরকার যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে।
১৯৪১ সালে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে এবং জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য আজকের নবীন অফিসাররা দেশ গড়ার কারিগর হবেন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন,সেনাবাহিনীর সদস্যদের আন্তর্জাতিক পরিমণ্ডলে তাল মিলিয়ে চলার জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
বাংলাটিভি/শহীদ