fbpx
বিশ্ববাংলা

অস্ট্রেলিয়ায় ইমেরিটাস সম্মানে ভূষিত প্রথম বাংলাদেশি

প্রথম কোনো বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ায় ইমেরিটাস সম্মানে ভূষিত হলেন রফিকুল ইসলাম। দেশটির ম্যাকুয়ারি ইউনিভার্সিটিতে সম্প্রতি ৪৯৮তম কাউন্সিল সভায় রফিকুল ইসলামকে ইমেরিটাস উপাধি দিয়েছে কর্তৃপক্ষ।

দেশটির ম্যাকুয়ারি বিশ্ববিদ্যালয়ে ১৯৯১ থেকে ২০২০ সাল পর্যন্ত চাকরি শেষে অবসর নিয়েছেন রফিকুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন তিনি। পরে ১৯৭৫ সালে আইন বিভাগে প্রথম স্থান লাভ করেন। তিনি মেলবোর্ন মনাস ইউনিভার্সিটিতে ১৯৭৭-৮৩ সাল পর্যন্ত পড়াশোনা করেছেন।

পরে ১৯৯১ সাল থেকে ২০২০ পর্যন্ত সিডনি ম্যাকুয়ারি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেন। এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন ও পিএইচডি প্রোগ্রামের পরিচালক এবং কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৫১ সালে রফিকুল ইসলামের জন্ম বগুড়ায়। সিডনির গ্লেনোরিতে বসবাস করেন তিনি।

শিক্ষা কার্যক্রমে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অধ্যাপকদের চাকরির নির্দিষ্ট বয়সসীমা শেষে এমেরিটাস অধ্যাপক হিসেবে নিয়োগ দেয়া হয়ে থাকে। যাদের ইমেরিটাস মর্যাদা দেয়া হয় তারা একজন অধ্যাপকের পূর্ণ সুযোগ-সুবিধা ভোগ করে থাকেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button