বাংলাদেশপ্রধানমন্ত্রী
জনগণের অধিকার ফিরেছে বলেই উন্নয়নের চাকা সচল: প্রধানমন্ত্রী

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিজয়ের মাসের মধ্যেই ৮ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা হচ্ছে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদ এনইসির সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। একনেক সভায় অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুমোদন দেয়া হয়। এটি বাস্তবায়নে খরচ হবে ৬৫ লাখ কোটি টাকা।
এসময় জনগণের হাতে গণতান্ত্রিক অধিকার ফিরেছে বলেই, দেশের উন্নয়নের চাকা সচল রয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।