বিশ্ববাংলা
ব্রিটেনে হুমকিতে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা

করোনাভাইরাসের কারণে ব্রিটেনে হুমকিতে, বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসা। কয়েক প্রজন্ম ধরে ব্রিটেনে বাংলাদেশিদের বেশিরভাগই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভর করছে এই কারি শিল্পের ওপর।
কয়েক বছর ধরে চলমান নাজুক অবস্থা কাটিয়ে ওঠার আগেই, করোনার ভয়াল থাবায় বন্ধ অনেক রেস্টুরেন্ট। বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রভাবশালী দেশ ব্রিটেন করোনার তাণ্ডবে বন্ধ হওয়ার পথে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান।
লকডাউনের শুরু থেকেই কঠোর নিষেধাজ্ঞার কবলে পড়ে, রেষ্টুরেন্টগুলো সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। সরকারি সুযোগ সুবিধাও একেবারে সীমিত। ব্যবসা টিকিয়ে রাখতে, নানা অফার দিলেও, প্রত্যাশা অনুযায়ী একেবারেই অল্প বেচা বিক্রি।