fbpx
বিশ্ববাংলা

যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের হোম কোয়ারেন্টিন শুরু

যুক্তরাজ্যে পাওয়া, করোনার নতুন স্ট্রেনের সংক্রমণ রোধে, সেখান থেকে আসা প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

শুক্রবার সকালে যুক্তরাজ্য থেকে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে, ১১ জন যাত্রী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছুলে, তাদের কোয়ারেন্টিনে পাঠানো হয়।

এর আগে, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে পাঠাতে, সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দিন নির্ধারিত থাকার প্রেক্ষিতে,  এই ১১ জন যুক্তরাজ্য ফেরত প্রবাসীকে আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হয়।

তবে, প্রাথমিকভাবে তাদের আশকোনা হজ ক্যাম্পে পাঠানো হলেও, যাত্রীরা চাইলে স্বাস্থ্য অধিদফতরের নির্ধারণ করা হোটেলে যেতে পারবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button