বিশ্ববাংলা
দ. আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে আব্দুল হক নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। জোহানেসবার্গের ইস্ট রেন্ডের নাইজেলে ডাকাতের গুলিতে মারা যান তিনি। একই ঘটনায় তার ভাগ্নে মনির হোসেন গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, সশস্ত্র কৃষাঙ্গ ডাকাত দোকানের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে ডাকাতি করে চলে যাওয়ার সময় তাদের দু’জনকে গুলি করলে, আবদুল হক ঘটনাস্থলেই মারা যান এবং মনির হোসেন মারাত্মকভাবে আহত হন।
মনির হোসেন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আব্দুল হকের বাড়ি নোয়াখালী বেগমগঞ্জের নিরোওয়ারিশপুর তালো চাঁনপুর গ্রামে। তার বাবার নাম জালাল আহমেদ।