বিদেশগামীদের নিরাপত্তায় সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

বিদেশগামীদের কর্মসংস্থান ও নিরাপত্তায় দায়িত্বশীল ভূমিকা রাখতে জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠনগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়, বিদেশ যাত্রায় দালালের খপ্পরে না পড়ে সংশ্লিষ্টদের ভালোভাবে খোঁজ নেয়ারও পরামর্শ দেন তিনি।
বুধবার সকালে আন্তর্জাতিক অভিবাসী দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠানের আয়োজন করে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিব বর্ষের অবদান, দক্ষ হয়ে বিদেশ যান’। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, করোনাকালীন সময়ে প্রবাসীদের সুরক্ষায় ৭০০ কোটি টাকার প্রনোদনা ঘোষণা করেছে সরকার। এ ছাড়া প্রবাসে দক্ষ জনশক্তি পাঠাতে, দেশের প্রতিটি উপজেলায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে।
এ সময়, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসনের সঙ্গে জড়িতদের দায়িত্বশীল ভূমিকা পালনেরও আহ্বান জানান সরকার প্রধান। একই সঙ্গে কাজের জন্য অন্ধের মতো বিদেশ না ছুটতেও পরামর্শ দেন তিনি। দেশের চলমান মেগা প্রকল্পে দেশে ফেরা প্রবাসীদের কাজের সুযোগ তৈরি হয়েছে বলেও জানান, প্রধানমন্ত্রী।
আসাদ রিয়েল, বাংলা টিভি