প্রবাসীদের ফ্রি ভ্যাকসিন স্থগিত করেছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত বিদেশীদের জন্য ফ্রি করোনা ভ্যাকসিন দেয়া, স্থগিত করেছে দেশটির সরকার। মঙ্গলবার পুত্রজায়ায় করোনা ভ্যাকসিন সরবরাহের ‘অ্যাক্সেস গ্যারান্টি’ বিশেষ কমিটি সভায়, এ সিদ্ধান্ত নেয়া হয়।
পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে যৌথ বৈঠক শেষে, কমিটির চেয়ারম্যান বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী খায়েরি জামাল উদ্দিন এ তথ্য জানান। এসময় মন্ত্রী বলেন, বিদেশিদের জন্য বিনামূল্যে এ টিকা দেয়া উচিত কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে, তিন মন্ত্রণালয়কে সভায় আমন্ত্রণ জানানো হবে।
খায়েরি আরও বলেন, বৈধ অভিবাসী কর্মীদের বিষয়ে চিন্তার পাশাপাশি, মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ অভিবাসীদেরও বিবেচনা করা উচিত। সহজ নীতিতে অভিবাসীদের টিকা দেয়া যায় কিনা, তা চিন্তা করতে হবে।
দেশের জনগণ ছাড়াও, মালয়েশিয়ায় অবস্থানরত তিন মিলিয়ন বিদেশি নাগরিকদেরও দিতে হবে। দেশটিতে, করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।