
রাজধানীর কলাবাগানে স্কুল ছাত্রী নিহতের ঘটনা ধর্ষণ কিনা তা ফরেনসিক রিপোর্টের পর নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেছেন, ডিএমপি রমান বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান।
শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোটার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এসময় সমাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনা নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রকাশ না করারও আহবান জানান সাজ্জাদুর রহমান।
এদিকে, নিহত স্কুলছাত্রীর বাবা এ ঘটনাকে ধর্ষণ হিসেবে এজাহারে দাবি করলেও, পুলিশ বলছে তদন্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় আটক ফারদিন মেয়েটির সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্বীকার করেছেন বলে পুলিশের দাবি। আদালতে দশ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এরআগে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ২ ধারায় একটি মামলা দায়ের করেছেন নিহত আনুশকার বাবা আল-আমিন। মামলায় শুধুমাত্র ইফতেখার ফারদিন দিহানকেই একমাত্র আসামি করা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে এ ঘটনায় আনুশকার প্রেমিক ইফতেখার ফারদিন দিহানসহ চার জনকে আটক করেছে কলাবাগান থানা পুলিশ।