আলু-পেঁয়াজের বাজারে ফিরেছে স্বস্তি

রাজধানীর আলু আর পেঁয়াজের বাজারে এবার ফিরেছে স্বস্তি। সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি আলুর দাম কমেছে ১০ থেকে ১৫ টাকা। দেশি পেঁয়াজও প্রতিকেজি বিক্রি হচ্ছে ৪৫ টাকায়। এ ছাড়া, বাজারে আসা প্রায় সব ধরনের সবজির দামও এসেছে নাগালের মধ্যেই।
বাঙ্গালীর খাবারের তালিকায় সবজির মধ্যে সব সময় উপরের সারিতে থাকে আলু। গেল বছর এই আলু নিয়ে ঘটেছে নানা টালবাহানা। দাম বাড়তে বাড়তে এক পর্যায়ে তা সকল রেকর্ড ভেঙে ৫৫ টাকায় ওঠে। নতুন আলু ওঠার পরেও কমছিল না অতি প্রয়োজনীয় এই পণ্যটির দাম।
তবে বাজারে যোগান বাড়ার পর দিন দিনই কমতে শুরু করে আলুর দাম। সপ্তাহের ব্যবধানে এখন তা কমে এসেছে সব শ্রেণির ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে।
এদিকে, অস্থির পেঁয়াজের বাজারেও অনেকটা স্বস্তি ফিরেছে। দাম কমেছে গেল সপ্তাহের চেয়েও। ক্রেতাদের নাগালে এসেছে সবজির দরও। ৭ দিনের ব্যবধানে প্রায় সব রকম সবজির দামই নেমে এসেছে অর্ধেকের কাছাকাছি। তবে, চাল ডাল ও ভোজ্য তেলের দাম এখনো বাড়তি।
এসবের দাম নিয়ন্ত্রণে সরকারের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা।
বুলবুল আহমেদ, বাংলা টিভি