আন্তর্জাতিকযুক্তরাষ্ট্র
রাজনৈতিক যোগসাজসেই টুইটার অ্যাকাউন্ট বন্ধ: ট্রাম্প

স্থায়ীভাবে বন্ধ করা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট। ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার জেরে, সতর্ক বার্তা দেয়ার পর নিয়ম ভঙ্গ করায় টুইটার কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।
ট্রাম্পের সমর্থকরা যুক্তরাষ্ট্রে আবারো সহিংসতা করতে পারে এমন আশঙ্কা থেকেই ট্রাম্পের অ্যাকাউন্টটি স্থায়ীভাবে বন্ধ করা হলো বলে জানিয়েছে টুইটার। এদিকে অ্যাকাউন্ট বন্ধের ঘোষণার পর, যোগাযোগের জন্য নিজেই নতুন প্ল্যাটফর্ম বানিয়ে নেবেন বলে জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প।
এর আগে নিয়মতান্ত্রিকভাবে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দেয়ার পর ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে যাবেন না তিনি।