fbpx
রাজনীতিআওয়ামী লীগ

কারো ব্যাক্তিগত আক্রোশের প্রতিক্রিয়া দিতে চাই না: তাপস

দায়িক্তশীল পদে থেকে কারো ব্যাক্তিগত আক্রোশের প্রতিক্রিয়া দিতে চান না বলে জানিয়েছেন, ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনে শেষে, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তাপস আরো বলেন, মেয়র সাঈদ খোকন যা বলেছেন সেটি তার ব্যক্তিগত অভিমত এবং তা কোন গুরুত্ব বহন করে না।আর সিটি কর্পোরেশনের কর্মীদের বেতন দিতে না পারাটা নিছকই একটি ভ্রান্ত কথা। এটার বাস্তবিক কোনো ভিত্তি নেই।

এসময় তিনি আরো বলেন, কেউ ঘুষ গ্রহণ করলে, কমিশন নিলে, সরকারি অর্থ আত্মসাৎ করলে তা দুর্নীতি। যদি কেউ উৎকোচ গ্রহণ করে, ঘুষ গ্রহণ করে, কোনো কাজ পাইয়ে দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে, সরকারি অর্থ আত্মসাৎ করে

ঋণ দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে এবং সরকারি প্রভাব কাজে লাগিয়ে কারো থেকে কোনো কিছু জিম্মি করে অথবা কোনো কিছু দেয়ার প্রতিশ্রুতিতে কিছু অর্থ নিয়ে থাকে সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া যে অভিযোগ আনা হয়েছে সেটা কোনোভাবেই কোনো বস্তনিষ্ঠ বক্তব্য না।

সংশ্লিষ্ট খবর

Back to top button