আন্তর্জাতিকএশিয়া
৬২ আরোহীর খোঁজে ২৬০০ উদ্ধারকর্মী

ইন্দোনেশিয়ায় সাগরে বিধ্বস্ত বিমানটির কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হলেও এখন পর্যন্ত যাত্রীদের কাউকেই জীবিত অথবা মৃত উদ্ধার করা সম্ভব হয়নি। ৬২ আরোহীকে খুঁজতে এখন কাজ করছেন ২৬০০ কর্মী। ধারণা করা হচ্ছে যাত্রীদের কেউই আর জীবিত নেই।
বার্তা সংস্থা এএফপি বলছে, হেলিকপ্টার ও জলযান নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছেন কর্মীরা। অনেক মৃতদেহের খণ্ডিত অংশ মিলেছে। প্রাণের অস্তিত্বের সম্ভাবনা নেই বললেই চলে।
কর্তৃপক্ষ বলছে, সাগরের ২৩ মিটার গভীর থেকে কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে উড়োজাহাজে থাকা যাত্রীদের শনাক্ত করতে তাদের পরিবারকে ডিএনএ নমুনা দিতে বলেছে।
উল্লেখ্য, শনিবার জাকার্তা থেকে পনতিয়ানাক যাওয়ার পথে সাগরে বিধ্বস্ত হয় ওই উড়োজাহাজ। এতে ১২ ক্রু ও ৫০ জন যাত্রী ছিলেন। সবাই ইন্দোনেশিয়ার নাগরিক।