বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ২০ লাখ ছুঁই ছুঁই

বিশ্বে গত ২৪ ঘণ্টায় প্রাণহানি ১৬ হাজার ছাড়ালো। এ নিয়ে করোনা মহামারিতে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ১৯ লাখ ৮৬ হাজার।একদিনে সাড়ে ৭ লাখসহ বিশ্বে মোট আক্রান্ত ছাড়াল ৯ কোটি ২৭ লাখ।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ কোটি ২৭ লাখ ৬৭ হাজার ৮৪৫ জন এবং মৃত্যু হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৬৯৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬ কোটি ৬২ লাখ ৮৮ হাজার ১৯ জন।
বিশ্বব্যাপী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে।গত ২৪ ঘণ্টায় ৪ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৩ লাখ ৯৩ হাজার ৯২৮ জন।নতুন সোয়া দু’লাখসহ দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৩৬ লাখ ১৬ হাজার ৩৪৫ জন।
যুক্তরাজ্যে একদিনে ১ হাজার ৫৬৪ জনসহ মোট মৃত্যু ৮৪ হাজার ৭৬৭ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছে ৩২ লাখ ১১ হাজার ৫৭৬ জন মানুষ।
ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ৫১ লাখ ২ হাজার ৮৩১ জন এবং মারা গেছেন এক লাখ ৫১ হাজার ৭৬৫ জন
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় প্রায় ১৩শ মানুষসহ মোটমৃত্যু ২ লাখ ৬ হাজার ৯ জনের, সংক্রমিত হয়েছেন ৮২ লাখ ৫৭ হাজার ৪৫৯ জন ।
মেক্সিকোতে ২৪ ঘণ্টায় ১ হাজার ৩১৪ জনসহ মোট মৃত্যু ১ লাখ ৩৫ হাজার। সংক্রমিতের সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজারের বেশি।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ এই ভয়াবহ ভাইরাসটি ।
বাংলাটিভি/শহীদ