আবারও বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া

অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের আবারও বৈধতা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া সরকার। সম্প্রতি একটি ‘রিক্যালিব্রেশন’ কর্মসূচি চালু করেছে দেশটি। গত পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে চলতি বছরের জুন পর্যন্ত।
এ বিষয়ে বৈধভাবে অবস্থান করার জন্য ‘সোর্স কান্ট্রি’ হিসেবে পরিচিত, ১৫টি দেশের নাগরিকদের অনুরোধ করেছে, সংশ্লিষ্ট দূতাবাস। এর আওতায় বৈধ হতে নির্দিষ্ট শর্ত আরোপ কোরে, কিছু যোগ্যতা চেয়েছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ।
যারা বৈধভাবে মালয়েশিয়ায় গিয়ে ভিসায় উল্লেখিত নিয়োগকর্তার অধীনে কাজ করছেন, কিন্তু ভিসা রিনিউ করেননি বা ওভার স্টে হয়েছে, যারা নিজ কোম্পানিতে কাজ করেননি এবং যারা নিয়োগ পাওয়া প্রতিষ্ঠান থেকে পালিয়ে গেছেন, তারা এই প্রক্রিয়ায় বৈধ হতে পারবেন।
তবে, ২০২০ সালের ৩১ ডিসেম্বরের আগে যারা এমন অনিয়ম করেছেন, তারাই এই সুযোগ পাবেন। এর পরবর্তী সময়ে কেউ এসব অপরাধ করলে, তারা এই প্রক্রিয়ায় অন্তর্ভুক্তির সুযোগ পাবেন না। এর আগে, ২০১৬ সালে ‘রি-হায়ারিং’ নামে একটি বৈধকরণ কর্মসূচি দিয়েছিল তারা।