fbpx
বাংলাদেশঅন্যান্য

বসেছে বছরের প্রথম অধিবেশন

একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশন আজ (সোমবার) বিকেল সাড়ে চারটায় শুরু হয়েছে। রেওয়াজ অনুযায়ী স্পিকার ড.শিরীন শারমিনের সভাপতিত্বে, বছরের প্রথম এ অধিবেশনে ভাষণ দিচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে ১২ থেকে ১৪ কার্যদিবস এ অধিবেশন চলতে পারে বলে জানিয়েছেন, সংসদের হুইপ ইকবালুর রহিম। বিকেল সাড়ে চারটায় অধিবেশন বসলেও এরপর থেকে বেলা ১১টা থেকে বসে এই অধিবেশন। অধিবেশন শুরুতে সভাপতিমণ্ডলী মনোনয়ন এবং শোক প্রস্তাব উত্থাপনের পর রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে  মুলতবি হবে প্রথম দিনের অধিবেশন।

সাংবিধানিক বিধানমতে এই অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। পরে তার ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হবে। মন্ত্রিপরিষদ এরই মধ্যে রাষ্ট্রপতির ভাষণ অনুমোদন দিয়েছে।

সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, করোনাকালে গত বছর স্বাস্থ্যবিধি মেনে সংসদের তিনটি অধিবেশনের আয়োজন করা হয়। এসব অধিবেশনে সামাজিক দূরত্ব বজায় রাখতে তালিকা ও দিন নির্ধারণ করে সংসদ সদস্যদের বসানো হয়। আইনপ্রণেতাদের করোনাভাইরাস পরীক্ষাও করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button