fbpx
বিশ্ববাংলা

বাংলাদেশি অভিবাসীদের প্রশংসায় সৌদি কর্তৃপক্ষ

সৌদি আরবের অর্থনীতিতে প্রায় ২৩ লাখ বাংলাদেশির গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ কোরে, তাদের ভূয়সী প্রশংসা করেছেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রধান, জেনারেল খালিদ বিন কাতার আল-হারবি।

সোমবার রিয়াদে জননিরাপত্তা বিভাগে বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর সঙ্গে বৈঠকে, তিনি এ কথা বলেন। এসময় জেনারেল খালিদ জানান, সৌদি পুলিশ যেকোন অভিবাসী কর্মীর অধিকার আদায়ে অত্যন্ত সচেতন এবং যেকোন শ্রমিকের অধিকার লঙ্ঘনের বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে থাকে।

এদিকে, রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, অবৈধ অভিবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠানোর আগে, তাঁদের ব্যাক্তিগত মালামাল সাথে নেয়ার সুযোগ প্রদানের অনুরোধ জানান।

সৌদি আরবের বিভিন্নস্থানে অবস্থিত বাংলাদেশি শ্রমিকদের ক্যাম্পে, সৌদি আইন কানুন মেনে চলার জন্য, সৌদি পুলিশ কর্তৃক নিয়মিত অনুপ্রেরণামূলক প্রচারণার অনুরোধ জানান,রাষ্ট্রদূত।

সংশ্লিষ্ট খবর

Back to top button