fbpx
বিশ্ববাংলা

আফ্রিকায় করোনায় তিন বাংলাদেশির মৃত্যু

আফ্রিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। লেসোথো, মোজাম্বিক ও দক্ষিণ আফ্রিকায় তারা মারা যায়।

লেসোথোয় নকুল বনিক নামের একজন বাংলাদেশি মাসেরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ১০ দিন ধরে করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ের নাগের হাটে।

মোজাম্বিকে করোনা উপসর্গ নিয়ে মুহাম্মদ হোসেন নামে আরও এক বাংলাদেশি মারা গেছেন। করোনার উপসর্গ নিয়ে কয়েকদিন থেকে অসুস্থ মুহাম্মদ হোসেন মোজাম্বিকের সুইতে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নে।

এছাড়া, দক্ষিণ আফ্রিকায় করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু হয়েছে। দেশটির জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদ আলম নামের ওই বাংলাদেশি মারা যান। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button