২৪ ঘণ্টায় সারাবিশ্বে ১৪ হাজারের বেশি মৃত্যু

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১৪ হাজারের বেশি রোগির মৃত্যু হয়েছে। এতে মোট মৃতের সংখ্যা বেড়ে হলো ২১ লাখ ৩০ হাজার। এছাড়া নতুন ৬ লাখ আক্রান্তসহ মোট সংক্রমণের সংখ্যা দাড়ালো ৯ কোটি ৯৩ লাখ ২৫ হাজার।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে, বিশ্বে করোনায় মোট সুস্থ হয়েছেন ৭ কোটি ১৩ লাখ ৭০ হাজার মানুষ। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫৫ লাখ ৬৬ হাজার মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ২৭ হাজারের বেশি।
যুক্তরাজ্যে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদেশ ফেরতদের বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকার নির্দেশ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটিতে একদিনে মারা গেছে ১৩’শ ৪৮ জন। পরিস্থিতি সামাল দিতে একটি জাদুঘরকে টিকা দান কেন্দ্রে রূপান্তর করেছে যুক্তরাজ্য।
এদিকে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার এবং মোট মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার রোগি। ব্রাজিলে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত ৮৮ লাখ ১৬ হাজার, আর মৃত্যুবরণ করেছে ২ লাখ ১৬ হাজার।