fbpx
বিনোদনটলিউড

আবারও কলকাতার ছবিতে জয়া

আবারও কলকাতার নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। সিনেমার নাম ‌‘চালচিত্র’। যা তৈরি হবে কালজয়ী কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প অবলম্বনে।

ছবিটির পরিচালনা করবেন নির্মাতা চিত্র ভানু বসু। গেল শনিবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেলো এর শুভ যাত্রা। ভারতের নতুন একটি ওটিটি প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে ছবির ঘোষণা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন জয়া আহসান, ঋতুপর্ণা সেনগুপ্ত ও চিত্র ভানু বসু। ছবিতে জয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন সব্যসাচী চক্রবর্তী।

সংশ্লিষ্ট খবর

Back to top button