
ওয়ানডের পর এবার টেস্টের পালা। চট্টগ্রামে কাল শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। করোনা রিবতির মধ্যে প্রায় একবছর লংগার ভার্সন ক্রিকেট খেলেনি বাংলাদেশ।
এদিকে, উইন্ডিজ টেস্ট সিরিজ খেলেছে ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের বিপক্ষে। তারা কিছুটা এগিয়ে থাকলেও অভিজ্ঞতা আর ঘরের মাঠের সুবিধা মিলিয়ে বাংলাদেশ কিছুটা ফেভারিট সিরিজে। অনুশীলন হয়েছে সিরিয়াস মেজাজের।
টেস্টে যে যেভাবে যেই পজিশনে ব্যাট করবেন, তা অনুসরণ করেই জহুর আহমেদ চৌধুরী প্রস্তুতি নিয়েছে টাইগাররা।