fbpx
বিশ্ববাংলা

কন্স্যুলার সেবার মান বৃদ্ধিতে ‘অনলাইন ট্র্যাকিং’ পদ্ধতি চালু

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস পাসপোর্ট, ভিসা, “নো ভিসা রিকোয়ার্ড” সিল ও দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আবেদনপত্রের সর্বশেষ অবস্থা জানার সুবিধার্থে “অন লাইন ট্র্যাকিং” পদ্ধতি চালু করেছে।

“মুজিববর্ষ” উদযাপনের অংশ হিসেবে কনস্যুলার সেবা উন্নতকরণে চালু করা হয়েছে। ট্র্যাকিং পদ্ধতির মাধ্যমে আবেদনকারী তার আবেদনের সর্বশেষ অবস্থা জানতে পারবেন। এছাড়া, এই পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে তাদের আবেদন প্রসেসিংয়ের অগ্রগতি জানানো হবে।

প্রবাসী ও সেবাপ্রার্থী ভিনদেশী সকলের জন্যে বিশেষ এই সুবিধা তথা “অন লাইন ট্র্যাকিং” পদ্ধতির উদ্বোধন করেন ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। এই পদ্ধতি চালুর ফলে কনস্যুলার সেবায় আবেদনকারীদের দুঃশ্চিন্তা লাঘব হবে বলে মনে করেন রাষ্ট্রদূত।

সংশ্লিষ্ট খবর

Back to top button