
ভালোবাসা দিবসের আগেই টলিপাড়ায় এক হয়ে গেলো ১৬ হাত । গত তিন দিনে টলি তারকা ওম সাহানি-মিমি দত্ত, শিল্পী ইমন চক্রবর্তী-সুরকার নীলাঞ্জন ঘোষ, অভিনেত্রী সোহিনী গুহ রায়-কল্লোল চৌধুরী ও টলি পাড়ার ছোট পর্দার তারকা তৃণা সাহা ও নীল ভট্টাচার্য সাতপাকে বাঁধা পড়েন।
বহুদিন ধরেই তৃণা সাহা এবং নীল ভট্টাচার্যকে বিয়ে নিয়ে চর্চা চলছিলো। শেষপর্যন্ত বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দশ বছরের প্রেম গড়ালো বিয়েতে। তারা দুজনেই টলি পাড়ার ছোট পর্দার তারকা।
২০২১ সালের প্রথম দিনেই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আইনি বিয়ে (রেজিস্ট্রি) সেরে সবাইকে চমকে দিয়েছেন টলি তারকা ওম সাহানি ও মিমি দত্ত। এবার ছাতনা তলায় সাত পাঁক ঘুরে, বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে একে অপরকে আপন করে নিলেন। বুধবার (৩ ফেব্রুয়ারি) বসে তাদের বিয়ের আসর।
বুধবার কল্লোল চৌধুরীর সাথে সাত পাকে বাঁধা পড়লেন সোহিনী গুহ রায়। এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসের শেষ দিনে তাদের দুজনের আংটি বদলের ছবি সবার সামনে তুলে ধরেন সোহিনী। তবে করোনার পরিস্থিতিতে শুধুমাত্র পরিবার পরিজন এবং নিকট বন্ধুদের সান্নিধ্যে দুজনে বিয়ে সম্পন্ন হয়।
২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সাতপাকে বাঁধা পড়েছেন দুই বাংলায় সর্বমহলে আলোড়ন সৃষ্টি করা ‘তুমি যাকে ভালোবাসো, স্নানের ঘরে বাষ্পে ভাসো’ গানের শিল্পী ইমন চক্রবর্তী। প্রেমিক সুরকার নীলাঞ্জন ঘোষ বিয়ে করলেন কলকাতার এই গায়িকা।