বিশ্ববাংলা
ইতালিতে এক বাংলাদেশির মৃত্যু

ইতালিতে মো. মাসুদ রানা নামে এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন।
জানা গেছে, রোমের তুসকোলানা এলাকার একটি সুপারশপে কেনাকাটা করতে যাওয়ার সময়, হঠাৎ রাস্তায় ঢলে পড়েন মাসুদ। পরে সেখানেই মারা যান তিনি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে, হাসপাতালে নিয়ে যায়। মাসুদ রানার বাড়ি ঢাকার দোহারের ঝনকি গ্রামে।
ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে শোক জানিয়েছেন, রোমে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।