
জিয়াউর রহমানের বীরউত্তম খেতাব কেড়ে নেয়া সরকারের কূটকৌশলের অংশ, বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতারা।
সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে একথা বলেন তারা। এসময় বিএনপির নেতারা আরো বলেন, মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের সাহসিকতার জন্য প্রাপ্ত খেতাব কেড়ে নেয়া যুদ্ধাপরাধের চেয়েও বড় অপরাধ।
বৃহষ্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। এসময় জিয়া পরিবারকে ধ্বংস করার অপচেষ্টা চলছে বলে আভিযোগ করেছেন দলের শীর্ষ নেতারা।
খেতাব কেড়ে নেয়া যুদ্ধাপরাধের চেয়েও বড় অপরাধ বলে, মন্তব্য করেন বিএনপি নেতারা। এসময় কোন স্বৈরাচার সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে না উল্লেখ করে, সরকার পতনের আন্দোলনে জনগণকে এক হয়ে কাজ করার আহ্বান জানায় বিএনপি।
বাংলাটিভি/শহীদ