আন্তর্জাতিকএশিয়া
চীনে বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ

বিবিসি ওয়ার্ল্ড নিউজের সম্প্রচার নিষিদ্ধ করেছে চীন। আইনভঙ্গের অভিযোগে যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা চীনের ইংরেজি ভাষার টেলিভিশন চ্যানেল সিজিটিএনএর সম্প্রচার লাইসেন্স বাতিল করার, সপ্তাহ খানেকের মাথায় চীন সরকার বিবিসির বিষয়ে এ পদক্ষেপ নিলো।
এবিষয়ে বিবিসি এক বিবৃতিতে বলেছে, চীন সরকারের সিদ্ধান্তে তারা হতাশ, যাকে গণমাধ্যমের স্বাধীনতা ‘খর্ব করার অগ্রহণযোগ্য পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে যুক্তরাজ্য।
করোনাভাইরাস মহামারি এবং উইঘুর সম্প্রদায়ের ওপর নির্যাতনের যেসব প্রতিবেদন সাম্প্রতিক সময়ে বিবিসি প্রকাশ করেছে, সেসব প্রতিবেদনে চীনের সম্প্রচার নীতিমালার লঙ্ঘন’ ঘটেছে উল্লেখ করে চীন এই সম্প্রচার নিষেধাজ্ঞা আরোপ করেছে।