
চতুর্থধাপে ৫৫টি পৌরসভায় নিবার্চন কাল (রোববার)। এসব পৌরসভায় অধিকাংশেই ইভিএমে এবং বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।
জেলা নির্বাচন অফিস থেকে বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও আইনশৃংখলা বাহিনীর সদস্যরা ভোটের সরঞ্জাম নিয়ে যান। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে, সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনী এলাকাগুলোতে, প্রতিটি ভোটকেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
এ ছাড়া নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের ১৬৭টি মোবাইল ও ৫৫টি স্ট্রাইকিং ফোর্স, একশ ৬৭টি র্যাবের টিম, প্রত্যেক পৌরসভায় গড়ে দুই প্লাটুন বিজিবি ও উপকূলীয় এলাকায় এক প্লাটুন কোস্টগার্ড মোতায়েন রয়েছে। এ ছাড়া ৫০০ একজন নির্বাহী ও ৫৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাঠে থাকছেন।
এবার ৫৫টি পৌরসভায় মেয়র পদে ২২১ জন, সাধারণ কাউন্সিলর পদে ২ হাজার ৭৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।