
করোনা ভ্যাকসিনের দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহ নাগাদ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নান।
বুধবার দুপুরে সচিবালয় ক্লিনিকে ভ্যাকসিন কার্যক্রমে তিনি একথা জানান। এর আগে সচিবালয় ক্লিনিকে করোনা প্রতিরোধের টিকা গ্রহণ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ।
টিকা নেয়ার পর দুজনই ভালো বোধ করছেন, কোন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি বলে জানান তারা। পরে স্বাস্থ্য সচিব আরো বলেন, টিকার পরবর্তী চালান সময় মতোই চলে আসবে।
প্রথমসারির যোদ্ধাসহ সাধারণ মানুষের মধ্যে যাদের বয়স ৪০ এর উপরে তাদের টিকা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই বয়সসীমা আর কমানো হবে না।