
ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার প্রাঙ্গনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিপুন হাতের ছোঁয়ায় প্রান ফিরে পেয়েছে শহীদ বেদি। আর তুলির আঁচরে প্রকাশ পাওয়া আলপনার ভাষা বুঝতে ভিড় করছে দর্শনার্থীরা। এদিকে, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোন নাশকতা এড়াতে নেয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
আর কয়েক ঘণ্টা পরই গোটা বাংলা ও বাঙ্গালি জাতি শ্রদ্ধা ভরে সম্বরণ করবে ভাষার জন্য আত্মদানকারী বীর শহীদদের।
আর তাই ভালোবাসা আর নিপুণ হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গন। তুলির আঁচড়ে প্রকাশ পাচ্ছে আলপনার অবয়ব যা গিয়ে মিলেছে শহীদ বেদি। ভাষা শহীদদের সম্বরণে দিন রাত কাজ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
আগামী প্রজন্মের সাথে বাংলা ভাষার বন্ধনকে গাঢ় করতে অনেকে এসেছেন পরিবার পরিজন নিয়ে। আবার করোনার সংকটকে মাথায় রেখেই অনেকেই আজ এসেছে শহীদ বেদি।
তবে দিনটিকে ঘিরে যে কোন ধরনের নাশকতা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত বলে জানালেন র্যাবের মহাপরিচালক। বাঙ্গালীর শ্রদ্ধা আর ভালোবাসায় আজ রাতের প্রথম প্রহর থেকেই শহীদ বেদি ভরে উঠবে ফুলে ফুলে।
বাংলাটিভি/শহীদ