fbpx
খেলাধুলাফুটবল

চ্যাম্পিয়ন্স লিগে আজ দুই ম্যাচ

চ্যাম্পিয়ন্স লিগে আজ (বুধবার) দুই ম্যাচ। শেষ ষোলোর প্রথম লেগে বরুশিয়া মুনশেনগ্লাডবাখের আতিথ্য নেমে ম্যানচেস্টার সিটি। আর একই সময়ে আসরে প্রথমবার মুখোমুখি হবে আটালান্টা-রিয়াল মাদ্রিদ। দর্শকশূন্য গিউইশ স্টেডিয়ামে ইতালিয়ান ক্নাবটির বিপক্ষে খেলবে জিদান শিষ্যরা। রাত দুইটায় শুরু হবে ম্যাচগুলো।

সেরা সময়ে আছে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি। টানা ১৮ ম্যাচ অপারজেয়। ফেরার অপেক্ষায় সার্জিও আগুয়েরো। আর শুরুর একাদশে খেলতে প্রস্তুত কাইল ওয়াকার, ফিল ফডেন ও গ্যাব্রিয়েল জেসুস।

লিগে শীর্ষে থাকা দলটার হাতছানি টানা চতুর্থবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলা। ইউরোপ সেরার আসরে পরিসংখ্যানে অনেক এগিয়ে সিটিজেনরা। মুনশেনগ্লাডবাখের বিপক্ষে কখনো হারেনি দলটি। বিপরীতে ৪৩ বছর পর নকআউট খেলছে জার্মান ক্লাবটি। এদিকে দীর্ঘ ইনজুরি তালিকা নিয়ে ইতালি যাচ্ছে রিয়াল মাদ্রিদ।

এডেন হ্যাজার্ড, সার্জিও রামোস, মার্সেলো, দানি কার্ভাহালের সাথে যোগ হয়েছে কারিম বেনজেমার নামও। চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফলতম দলটির মাত্র ১১ জন সিনিয়র ফুটবলার ফিট। তবে শেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচে ইতালির ক্লাবের বিপক্ষে জিতেছে লস ব্লাঙ্কোরা।

প্রথমবার মুখোমুখির অপেক্ষায় দুদল। দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরার আসরে খেলছে আটালান্টা। যেখানে সর্বোচ্চ ১৩ বার শ্রেষ্ঠত্ব রিয়ালের।

সংশ্লিষ্ট খবর

Back to top button