
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তারকাদের দলবদল আর রাজনীতির রঙ গায়ে মাখানো নিয়ে এই মুহূর্তে বেশ আলোচনা চলছে টলিপাড়ায়। টলিউড তারকাদের অনেকেই নতুন করে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলে। কেউ কেউ আবার পুরানো দল ছেড়ে যোগ দিয়েছেন নতুন দলে।
মুনমুন সেন থেকে শুরু করে রুপা গাঙ্গুলী, দেব, মিমি চক্রবর্তী, বাবুল সুপ্রিয়, নুসরাত জাহান সহ কয়েকজন নাম লিখিয়েছেন রাজনীতিতে। ২০২১ সালের নির্বাচনকে কেন্দ্র করে নতুনভাবে অনেকেই যোগ দিয়েছেন রাজনীতিতে।
আবার কেউ করেছেন দলবদল। টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি, সায়নী ঘোষ, সায়ন্তিকা চ্যাটার্জি, পরিচালক রাজ চক্রবর্তী, অভিনেতা কাঞ্চন মল্লিক নতুন করে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর দেব, মিমি, নুসরাতের পাশাপাশি এবার সক্রিয় হয়েছেন সোহম।
ওদিকে এবার দলবদল করেছেন রুদ্রনীল ঘোষ, হিরণ, শ্রাবন্তী চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেস ছেড়ে নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন তারা। এছাড়া নতুন করে বিজেপিতে নাম লিখিয়েছেন অভিনেত্রী পায়েল সরকার। তারকাদের জনপ্রিয়তা কাজে লাগানোর জন্যই রাজনৈতিক দলগুলো তাদেরকে দলে টানছেন বলে মনে করছেন পশ্চিমবঙ্গের অনেকে।
টলিপাড়ার বাসিন্দাদের অনেকেই মনে করছেন, তারকাদের দলবদল এবং গায়ে রাজনৈতিক রঙ লাগানোর প্রভাব এরই মধ্যে ইন্ডাস্ট্রিতে পড়েছে। হাসিমুখে একে অপরকে স্বাগত জানালেও স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে তারকাদের মধ্যে। যেখানে সিনেমা নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল সেখানে তার চিত্র পুরো উল্টো।
তারকাদের উচিত বক্স অফিস নিয়ে যুদ্ধ করা, কিন্তু সেটি হয়ে যাচ্ছে ভোট যুদ্ধ। তারকাদের এ বিভাজন খুব বেশি সুখকর নয়। আবার কেউ কেউ মনে করছেন, ইন্ডাস্ট্রির উন্নয়নে ভূমিকা রাখতে তারকাদের রাজনীতিতে আসার প্রয়োজন রয়েছে।