
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগেস থেকে টিকেট পেয়েছেন, একাধিক টলিউড তারকা। শুক্রবার (৫ জানুয়ারি) প্রার্থী তালিকা প্রকাশ করেছেন মমতা ব্যানার্জি।
টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জিকে বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর থেকে প্রার্থী করা হয়েছে। রাজনীতিতে একেবারেই নতুন কৌশানী। বারাকপুর থেকে দলীয় টিকিট পেয়েছেন, পরিচালক রাজ চক্রবর্তী। চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগেসের এবারের প্রার্থী অভিনেতা সোহম চক্রবর্তী।
এদিকে, বাঁকুড়া থেকে মমতা ব্যানার্জির দলের প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন করবেন কাঞ্চন মল্লিক। শিবপুর কেন্দ্রে মনোজ তিওয়ারি। আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অভিনেত্রী সায়নী ঘোষকে। প্রার্থী তালিকা ঘোষণার পর নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সায়নী।
এ ছাড়া চন্দননগর থেকে নির্বাচন করবেন অভিনেতা ইন্দ্রনীল সেন। রাজারহাট নিউটাউনে অদিতিমুন্সি, বারাসাত থেকে অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী, উলুবেড়িয়া পূর্ব থেকে ফুটবলার বিদেশ বোস, ঝাড়গ্রাম থেকে অভিনেত্রী বীরবাহা হাঁসদা, মেদিনীপুর থেকে জুন মালিয়া, সোনারপুর দক্ষিণ থেকে লাভলি মৈত্রকে প্রার্থী করা হয়েছে।