fbpx
বিশ্ববাংলা

ব্যবসায় প্রাণ ফিরতে শুরু করেছে কাতার প্রবাসীদের

কাতারে মহামারি করোনা পরবর্তীতে, দীর্ঘদিন পর ব্যবস্যার প্রাণ ফিরতে শুরু করেছে। এতে আশার আলো দেখছেন, প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা। আর দেশটিতে কর্মী সংকট রয়েছে জানিয়ে,সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ সম্ভাবনাময় দেশ কাতার।এটি পারস্য উপসাগরের গরম ও মরুভূমির দেশ। মাথাপিছু আয়ে, বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দেশও কাতার। দেশটিতে বর্তমানে কর্মরত আছেন, চার লাখের বেশি প্রবাসী বাংলাদেশি।

কাতারের ব্যবসা-বাণিজ্যে অন্যতম খাত হচ্ছে কনষ্ট্রাকশন ওয়ার্ক। কনষ্ট্রাকশনে, মেশন, কারপেন্টার, স্টিল ফিক্সার, মার্বেল টাইলসসহ, বিভিন্ন নির্মাণে, কাজ করেন বেশিরভাগ বাংলাদেশি শ্রমিক। কাতারে ব্যবসা-বাণিজ্য খাতেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা। এছাড়াও, খাদ্য ও গার্মেন্টস পণ্যতেও অবদান রেখে চলেছেন, প্রবাসীরা।

কাতারে করোনা পরবর্তিতে ব্যবস্যা বাণিজ্যের প্রাণ ফিরতে শুরু করেছে। পাশাপাশি বাংলাদেশে আটকে থাকা প্রবাসীরা, কাতারে প্রবেশের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা চেয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা।

কর্মী সংকটের কথা জানিয়ে, রমজান উপলক্ষে কাতারে খাদ্য পণ্য আমদানির কিছু প্রতিবন্ধকতার কথাও জানান, প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। গার্মেন্টস পণ্য কাতারে আমদানি করতে পার্শ্ববর্তী দেশ ভারতের চেয়ে বেশি খরচ হচ্ছে। তাই সরকারের সহযোগিতা চেয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা।

দেশটিতে ব্যবস্যায় বিনিয়োগের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে বলেও জানান, প্রবাসী বাংলাদেশিরা।

রুবেল রানা, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button