fbpx
বিশ্ববাংলা

আমিরাতের ‘করোনা বীর’ বাংলাদেশি তরুণ

সংযুক্ত আরব আমিরাতে করোনা প্রতিরোধে ভূমিকা রাখায়, দুবাই সরকারের ‘ফ্রন্টলাইন হিরো’ স্বীকৃতি পেতে যাচ্ছেন মোশাররফ শহীদ নামে এক প্রবাসী বাংলাদেশি তরুণ।

দুবাইয়ে নাগরিক সুরক্ষায় কাজ করার জন্য, শহীদের ভূমিকাকে আমিরাত সরকার আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছে জানিয়ে প্রতিবেদন করেছে, দেশটির শীর্ষ স্থানীয় পত্রিকা ‘গালফ নিউজ’ ও ‘দ্য ন্যাশনাল’।

২০০৬ সাল থেকে, দুবাই মিউনিসিপ্যালিটির ইমার্জেন্সি পেস্ট কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করছেন শহীদ। অ্যারাবিয়ান গালফ উপকূলের এ দেশটিতে যখন করোনা সংক্রমন দেখা দেয়, সে সময় তাকে, আত্মসুরক্ষা এবং জীবাণুমুক্ত করার কাজে ব্যবহৃত, কেমিক্যালের মিশ্রণ ও ব্যবহারের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়।

পরে তিনি করোনাভাইরাস সংক্রমণ মুক্তির টাস্ক ফোর্সে, একজন ফ্রন্টলাইনার হিসেবে কাজ করেন। মোশাররফ শহিদের বাড়ি কুমিল্লায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button