fbpx
দেশবাংলাঅপরাধআইন-বিচার

সুনামগঞ্জের ঘটনায় জড়িতদের ছাড় নয়

সুনামগঞ্জে সনাতন হিন্দুদের বাড়িঘরে ভাংচুরের ঘটনায় শাল্লা থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে, ঘটনাস্থল নোয়াগাঁও পরিদর্শন করে র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনা হবে।

সকালে, সুনামগঞ্জের শাল্লায় নোয়াগাঁওয়ে সনাতন হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেন, র‍্যাব মহাপরিচালক, চৌধুরী আব্দুলাহ আল মামুন। এসময়  ক্ষতিগ্রস্থদের খোঁজখবর নেন তিনি।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে র‌্যাব মহাপরিচালক। দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করলে, কাউকেই ছাড় দেয়া হবে না হুঁশিয়ারি করেন তিনি। এসময় গুজব থেকে কোন বিষয়ে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি না রাখার আহবান জানান তিনি।

হামলার দ্রুতবিচার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।এদিকে, নোয়াগাঁওয়ের ঐ হামলা-ভাংচুরের ঘটনায় বৃহষ্পতিবার বিকেলে শাল্লা থানায় মামলা করা হয়েছে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button