fbpx
বাংলাদেশজনদুর্ভোগহেলথ টিপস

রাজধানীতে করোনা পরীক্ষার রোগীর চাপ কম

করোনার বিধিনিষেধের পাশাপাশি, সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায়, শুক্রবার রাজধানীতে করোনা পরীক্ষা করতে আসা রোগীর চাপ কিছুটা কম দেখা যায়।  আর ভিড় কম থাকায়, স্বাস্থ্যবিধি মেনে লাইনে দাঁড়িয়েই নিজেদের কাজ সম্পন্ন করেন, করোনা পরীক্ষা করতে আসা মানুষেরা।

সকাল থেকেই হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায় করোনা পরীক্ষা করতে আসা রোগীদের।  এরপর, স্বাস্থ্যবিধি মেনেই নমুনা দিতে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন তারা।

লকডাউন এবং শুক্রবার হওয়ায় রোগীর চাপ ছিল কিছুটা কম।  তবে কোন উপসর্গ না দেখা দিলেও সতর্কতা হিসেবে অনেকে এসেছেন করোনা পরীক্ষা করাতে।

কর্তৃপক্ষের তথ্যমতে, হাসপাতালটির ১৯টি আইসিইউ শয্যার সব ক’টিতেই রোগী ভর্তি আছে।  এ ছাড়া, ৩২৯টি সাধারণ শয্যার মধ্যে রোগী আছে ২৮১টিতে।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button