fbpx
দেশবাংলাবাংলাদেশবিনোদন

বিলুপ্তির পথে নরসিংদীর ঐতিহ্যবাহী যাত্রাপালা

ব্রহ্মপুত্রের পাড়ে গড়ে ওঠা জনপদ নরসিংদীর, এক সময়কার ঐতিহ্য যাত্রাপালা আজ বিলুপ্তির পথে। করোনার ভয়াল থাবায় থমকে গেছে,যাত্রাপালা।ফলে, অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন এ শিল্পের সাথে জড়িতরা।প্যান্ডেল-ভর্তি দর্শক,সানাই বাজছে,লাইটের কম্পন আর ড্রামের তালে মঞ্চে প্রবেশ করছেন,রাজাধিরাজ।যাত্রাপালার এমন দৃশ্য আর দেখা যায়না।করোনাকালে কর্মহীন হয়ে নিদারুন কষ্টে বেঁচে থাকা

নরসিংদীতে যাত্রা শিল্পের সাথে জড়িতদের মধ্যে, শুধুমাত্র ভেলানগরেই রয়েছে ৪১টি পরিবার। রহিম-রুপবান,আপন-দুলাল,আলোমতির প্রেম কুমার,কাশেম মালার প্রেম, এই ছবিগুলো বাংলার আদি ইতিহাস যাত্রাপালার মাধ্যমে তুলে ধরতেন,যাত্রাশিল্পীরা।আর এ পেশার এতেই চলতো তাদের সংসার।কিন্তু গত একবছর করোনার থাবায়,বন্ধ রয়েছে যাত্রাশিল্প।ফলে কাজকর্ম হারিয়ে অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করছেন এ শিল্পের সাথে জড়িতরা।

অনেক প্রবীণ শিল্পী এখন অসুস্থ্যতায় ঘরে মৃত্যুর প্রহর গুনছেন।যারা মানুষকে আনন্দ দিতেন,সমাজের বিভিন্ন দিক তুলে ধরতেন শিল্পের মাধ্যমে,তাদের জীবনই আজ  দুর্দশাগ্রস্থ।এ শিল্প বাঁচিয়ে রাখতে, সরকারী সহায়তার দাবী জানিয়েছেন,তারা।

অসহায় যাত্রা শিল্পীদের পরিবারগুলোকে বাচাঁতে,সরকারের সু-দৃষ্টি চেয়েছেন,জেলা যাত্রাশিল্পী উন্নয়ন পরিষদ ও যাত্রাশিল্পী সমিতি

নরসিংদীতে প্রায় আড়াইশ সদস্য যাত্রাশিল্পের সাথে সরাসরি জড়িত।এ শিল্পকে বাঁচাতে সরকারের সুদৃষ্টি চেয়েছেন এ শিল্পের সাথে জড়িতরা।

বাংলাটিভি/রাজ

সংশ্লিষ্ট খবর

Back to top button