fbpx
বাংলাদেশঅন্যান্য

গণপরিবহন চালুর দাবিতে বিক্ষোভ

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিতে রাজধানীতে বিক্ষোভ  করেছে পরিবহন শ্রমিকরা। লকডাউন আর বিলম্বিত না করে শ্রমিকদের জীবিকার জন্য গণপরিবহন চলাচলের দাবী জানান তারা। এসময়, শ্রমিক সংগঠনের নেতারা বলেন, দাবি মানা না হলে পরিবহন শ্রমিকদের ভরণপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে।

অবিলম্বে গণপরিবহন চালুসহ তিন দফা দাবীতে রাজধানীর টার্মিনালগুলোতে জড়ো হন জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা। এসময় হাতে হাতে বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দিতে থাকেন পরিবহন শ্রমিকরা।

কয়েকদফা লকডাউনে, যাত্রী পরিবহন বন্ধের কারণে একদমই আয়-রোজগার নেই। এ অবস্থায় অনেককে পরিবার নিয়ে পথে বসতে হচ্ছে বলে জানান শ্রমিকরা। তাই কঠোর স্বাস্থ্যবিধি মেনে, ঈদের আগে গণপরিবহন চালুর দাবি তাদের।

সড়ক পরিবহন শ্রমিক নেতারা বলেন, সরকারের আশ্বাসের এখনো বাস্তবায়ন না পেয়ে কর্মসূচী দিতে বাধ্য হয়েছেন।  দ্রুত দাবী বাস্তবায়ন না হলে, শ্রমিকদের দায়-দায়িত্ব সরকারকে নিতে হবেও উল্লেখ করেন বক্তারা।

সার্বিক পরিস্থিতি বিবেচনায় গণপরিবহন চালু করে, শ্রমিকদের জীবিকা নিশ্চিতের তাগিদ দেন সংগঠনের নেতারা।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button