
ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবার মাধ্যমে ৮০ শতাংশ করোনা আক্রান্ত রোগীকে বাড়িতে গিয়ে তাৎক্ষণিক চিকিৎসা দেয়া সম্ভব, বলে মনে করেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। আর এতে করে সঠিক সময়ে চিকিৎসা পেলে রোগীদের জটিল পরিস্থিতি সৃষ্টি হবে না বলেও জানিয়েছেন তিনি।
করোনা রোগীদের চিকিৎসায় রাজধানীতে চালু হওয়া গণস্বাস্থ্য কেন্দ্র ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা এরই মধ্যে মানুষের প্রশংসা কুড়িয়েছে। ফোন করলেই সেবা নিয়ে গাড়িতে করে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিয়ে রোগীর বাড়িতে হাজির গিয়ে হচ্ছেন পূর্ণাঙ্গ একটি মেডিকেল টিম।
এ কার্যক্রমের উদ্যোক্তা প্রতিষ্ঠান গণস্বাস্থ্যের কেন্দ্রে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, বেশিরভাগ করোনা রোগীর ক্ষেত্রে আগেই ঘরোয়া চিকিৎসা নিলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি।
তিনি আরো জানান, হাসপাতালমুখী ঝক্কি ও চাপ এড়িয়ে রোগির জন্য পর্যাপ্ত অক্সিজেনও সরবরাহ থাকছে।
মহামারি ভাইরাস প্রতিরোধে বেশি বেশি টেস্ট করার বিকল্প নেই। তাই করোনা পরীক্ষা আরো সহজলভ্য করতে, সরকারের প্রতি আহবান জানান এই বিশিষ্ট চিকিৎসক।
বাংলাটিভি/শহীদ