fbpx
বাংলাদেশঅন্যান্য

দূরপাল্লার বাস চালুসহ ৫ দফা দাবি

কেবল দূরপাল্লার বাহন বন্ধ রেখে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে মন্তব্য করেছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক সংগঠনগুলো। অবিলম্বে দূরপাল্লার বাস চালুসহ পাঁচ দফা দাবি জানিয়েছে তারা। সকালে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এমন দাবি জানানো হয়। দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেয় পরিবহন সংশ্লিষ্টরা।

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী জারি করা কঠোর বিধিনিষেধের আওতায় বন্ধ রয়েছে দূরপাল্লার গণপরিবহন। পরিস্থিতি বিবেচনায় ঈদযাত্রার সংক্রমণ ঝুঁকি এড়াতে ১৬মে পর্যন্ত বাড়ানো হয় সেই নির্দেশনা।

মহানগর ও জেলার স্থানীয় রুটে সীমিত পরিসরে বাস চলাচল শুরু হলেও দুরপাল্লার বাস বন্ধ থাকায় এখনো কর্মহীন হাজারো শ্রমিক।

সার্বিক বিবেচনায় শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দূরপাল্লার পরিবহন চালুর দাবি জানায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।  সংগঠনের সভাপতি শাহজাহান খান বলেন, শুধু দূরপাল্লার বাস বন্ধ রাখলেই করোনা সংক্রমণ থেমে যাবে না। দাবি না মানলে ঈদের দিন থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়।

এসময়, দূরপাল্লার গণপরিবহন বন্ধ রাখা বৈজ্ঞানিক সিদ্ধান্ত নয় বলেও, দাবি করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button